কবিতা- আশা-দূরাগত

।। অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

আশা-দূরাগত
-শম্পা সাহা

বৃষ্টি ভেজা শিউলির নামে তোমার নাম রেখেছি
তুমি কে?
বি.এ পাশ বেকার ছেলেটার কাছে তুমি একটা চাকরি হতে পারো
গায়ের রং কালো বলে বার বার প্রত‍্যাখ‍্যাত মেয়েটার কাছে তুমি একটা ভালো সম্বন্ধ হতে পারো
তিনদিন খায়নি যে ভিখিরি তার কাছে তুমি একবাটি ভাত হতে পারো
ছেড়ে যাওয়া প্রেমিকের কাছে
প্রাক্তন প্রেয়সীর চিঠি হতে পারো
অথবা যুদ্ধে জর্জরিত দুই দেশের অতি সাধারণ নাগরিকের কাছে
হতে পারো সন্ধির শ্বেতপত্র
যারা ধর্মের নামে দেশছাড়া তাদের কাছে এক ধর্মহীন দেশ হতে পারো
তুমি যা খুশি হতে পারো,
যা কিছু ভালো যা কিছু মঙ্গলকর তুমি সব সব হতে পারো
তাইতো আমি তোমায় আমার সবচেয়ে প্রিয় বৃষ্টি ভেজা শিউলির নাম দিলাম
কেউ কেউ তোমাকে আশাও বলে
যার দূরাগত আলোর দিকে তাকিয়ে প্রতিটা মানুষ
আজও বেঁচে আছে আর বেঁচে থাকবে চিরটাকাল।

Loading

2 thoughts on “কবিতা- আশা-দূরাগত

  1. খুব ভালো লাগল পড়ে। একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

Leave A Comment