Site icon আলাপী মন

কবিতা- অবস্থান

।।অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

 

অবস্থান
–প্রদীপ শর্ম্মা সরকার

 

 

হঠাৎ করেই সজনেখালির আকাশে
নিরুদ্দেশ চাঁদের হাল্কা চাদরে
দক্ষিণরায়ের উদ্ধত হুঙ্কার।
হাঁটা পায়ে বাতাসী লুপ পেরিয়ে
ধবলগিরির তুলতুলে সান্নিধ্যসুখ–
বিপরীতে বিন্ধ্যমালা রজনীগন্ধা সাজে
সম্মোহন মন্ত্র ছড়ায় দেবগান্ধার পথে।
বীজমন্ত্র উচ্চারণ ক’রে পান্থপাখির দল
পালকের মখমলি সামিয়ানা উড়িয়ে নিয়ে চলে
সময়বৃদ্ধের‌ আসন্ন জন্মপলের উদযাপনে।

সবে অক্ষরজ্ঞান লাভ করা শিশু
চোখ মেলে চারপাশ দেখে, আর ,
হাত ঘুরিয়ে লেখে–
ম-এ মাটি ;
জ-এ জল ;
র-এ রোদ;
ব-এ বাতাস;
আর খুব বড় বড় করে লেখে
আ-এ আকাশ।
তার বর্ণমালার সাজঘরে শুধুই ইচ্ছা অবস্থান।

Exit mobile version