কবিতা- আরও একদিন

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

 

আরও একদিন
-সুশান্ত সিনহা

 

 

কে ঘণ্টা বাজায় মন্দিরের?
কিন্তু সে ঘণ্টা তো খোলা হয়েছে বহু কাল
যেদিন থেকে দেব দিয়েছেন পাড়ি
রাত কুহকীর প্রলাপ চলে সারা রাত।

ভোজনালয়ে আওয়াজ হয় বেশী
পদ কিন্তু একমুঠো চাল, তাও-
ভাতের সাথে ফেনিল তরল মুফত
কণ্ঠভরা মদিরা সুরের ভাও।

আজকে যেন পেটটা ভরাট লাগে!
পুঁইশাক লতা একখান পেয়েছি পাতে
ছোটো মেয়টা সর্দি ভেজা ঠোঁটে
ঝাল ঝাল বলে অনর্থে চেঁচায়।

কাল বলেছিলে ভর্তি হবে ঝোলা
আসতে গিয়ে হোঁচট খেয়েছি পা’য়
ভুল করে পথ কখন গিয়েছে ঘুরে
খাল দিয়ে জল উল্টো দিকে ধায়।

কালের ব্যামোয় ঢাকা দিয়ে রোজ শুই
উঁকি মেরে দেখি হাঁড়ির ফুটো দিয়ে
রবির হাসি পালটেছে কি ভোরে?
স্নিগ্ধ বাতাস এলো কি শমন নিয়ে?
আরও একদিন বাঁচতে হবে আমায়!
আরও একদিন ঝলসানো মৌচাক!
আরও একদিন বাঁক খাওয়া শিরদাঁড়া
কাঁপা কাঁপা ঠোঁট বিশ্বাসে নির্ব্বাক!!

Loading

Leave A Comment