কবিতা,  স্মৃতি সাহিত্য পুরস্কার

কবিতা- অভিনয়

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

অভিনয়
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

আমরা সবাই অভিনেতা।
সংসারের, রাজনাতির রঙ্গমঞ্চে
যথাসাধ্য অভিনয় করি
মুখ্যচরিত্রে কেউ কেউ,অধিকাংশই পার্শ্ব অভিনেতা।

অভিনয়ের চরিত্র নেই
চরিত্রের অভিনয়ে প্রায় সকলে নিপুণ।

তবে কিছু কিছু অভিনেতার ভুলো মন
মাঝে মাঝে সংলাপ ভুলে যায়
তখন অভিজ্ঞ অভিনেতা হলে
মনগড়া সংলাপে মঞ্চ মাতায়
যেন রবীন্দ্রসংগীত গায়
চটুল আধুনিক সংগীতের সুরে।

মুশকিল হয় নবাগত সহশিল্পীর
খেই খুঁজে না পেয়ে থমকে দাঁড়ায়
যেন সে ঢুকে পড়েছে অন্ধ গলিতে অচেনা কলকাতায়।

অভিনয় পণ্ড হয়।অধিকারীর রক্তচাপ বাড়ে।

সংসার ভাঙে।দল ভাঙে।মন্ত্রীসভাও ভেঙে যায়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page