Site icon আলাপী মন

কবিতা- জ্ঞানপাপী

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

 

জ্ঞানপাপী
-বিভূতি ভূষন বিশ্বাস

 

 

জেনেশুনে অন্যায় করে এমন ব্যক্তি,
সে কিন্তু হয় জ্ঞানপাপীর অন্তর্ভুক্তি ।
নিজ কর্মকাণ্ডে ঘটায় অনেক যুক্তি,
তার ফলে ওরা পায়না কখনো মুক্তি ।
অলস ব্যক্তি অলসতায় হয় সুখী,
জ্ঞানের কথা শুনে হয় যে অগ্নিমুখী ।
প্রকৃত শিক্ষার আছে অনেক অভাব,
জঘন্যতম খারাপ তাঁদের সভাব ।

জ্ঞানের প্রদীপ জ্বালো পুথির পাতায়,
ন্যায়ের স্তম্ভ গড়ো হৃদয়ের খাতায় ।
যাদের হৃদয়ে আছে সততার ভক্তি,
আছে হিমালয়ের মত সহন শক্তি ।
তারাই তো রয়েছে মানুষের হৃদয়ে,
অমরত্ব পেয়েছে সময়কে কাঁপিয়ে ।

Exit mobile version