Site icon আলাপী মন

কবিতা- চৌকাঠ

।। অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

চৌকাঠ
-অমল বিশ্বাস ( বাংলাদেশ)

 

 

বিশ্বাস-অবিশ্বাসের দোলায়
চোখেরজলে ভেজাচ্ছে দরজার চৌকাঠ।

একপা’ বাইরে
একপা’ ভেতরের মেঝেয় রাখতে
ক্যানভাস পূর্ণ হতে থাকে শাড়ির বহরে।

বারোহাতের শেষটানে
তুলির শীর্ষে জাগে শিল্পীর যৌবনের রাগ,
ততক্ষণে জলশূন্য রঙ ঝুরঝুরে বালির মরুতে
সমস্ত অনুভূতির স্বপ্ন ভাঙায় নিঃসঙ্গতায়।

দরজার চৌকাঠে অস্পষ্ট শব্দ শোনা যায়
‘আমি চললাম’।

Exit mobile version