Site icon আলাপী মন

কবিতা- বাহানা

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

 

বাহানা
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

তোমাকে ভুলে থাকার বাহানা খুঁজতে গেলাম,
অহরাত্র মনসাগরে উথাল-পাথাল করে-
অবশেষে দেখলাম আরও বেশী অনেক বেশী মনে গেঁথে গেলে তুমি।

মনে পড়লো সেদিন ঝিলের ধারে পাশাপাশি বসে কত গল্প!
হাসির কলরোলে মুখরিত কানা ময়ুরাক্ষীর পাড়,
মনে পড়লো, জ্যোৎস্না রাতে হাতে হাত চোখে চোখ,
অনন্ত পথ চলার শপথ, সপ্তপদীর অঙ্গীকার।

মনে পড়লো অভিমানে বালিশ ভিজিয়ে একলা ঘরের যাপন,
ঠিক সেই সময় অসীম প্রেমে তোমার আগমন।
মুখ ফিরিয়ে থাকতে না পেরে,নিজেকে সম্পূর্ণ সমর্পণ।

একি! ভুলে থাকার বাহানা খুঁজতে গিয়ে তুমিময় মননে
হাতড়ে দেখি তুমি ছাড়া কোনো বাহানায় নেই জীবনে,

বাহানা আমি খুঁজছি তোমাকে ভোলার,
তোমার তা প্রয়োজন হয়নি কখনও,
আমাকে ছেড়ে থাকার অভ্যাস রপ্ত করতে সময় লাগে নি একটুও।
হয়তো রপ্ত করতেই হয়নি, তোমার মন চেয়েছিল এই মুক্তির স্বাদ,
আমি একা ভোলার বাহানায়, উপেক্ষিত প্রেমের শুনছি আর্তনাদ।।

Exit mobile version