Site icon আলাপী মন

কবিতা- রক্তদান

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

 

রক্তদান
-বিভূতি ভূষন বিশ্বাস

 

 

মানব শরীরে লাল তরল পদার্থ,
রক্ত তার নাম,গুরুত্ব অনস্বী-কার্য ।
ধমনী,শিরা দিয়ে হৃদযন্ত্রে প্রবেশ,
অক্সিজেন জোগান দিয়ে রাখে সতেজ।
কার্বন ডাই অক্সাইড করে বর্জন,
টিসু গুলো সতেজতা করে অর্জন ।
এ খেলা সর্বদাই চলছে নিরন্তর,
বিপদগামী হয় কদাচিৎ নামান্তর ।

কত ভাবেই হয় রক্তের অপচয়,
বিজ্ঞান সব ভেবেছে অনেক নিশ্চয়।
মানব রক্তের গুরুত্ব অপরিসীম,
সংরক্ষনে রক্তদান এক মহৎ স্কীম ।
এসো তো আমরা সকলে শপথ করি,
পাড়ায় পাড়ায় রক্তেরই ব্যাঙ্ক গড়ি ।

Exit mobile version