কবিতা- অনিচ্ছের ইচ্ছে

।।অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

 

অনিচ্ছের ইচ্ছে
-অমল বিশ্বাস ( বাংলাদেশ)

 

 

একটু চা
আর সামনে টানাবৃষ্টির ঝকঝকে নদী,
কাপটি মাটিতে ছিলো।

হাতের আঙুলে আঙুল ঢুকে
জলকাটা মাটি সেলাই করতে করতে
কাদায় তৈরি হলো
জলজশয্যায় শীতলপাটির লেপ্টে থাকা শরীর,
কাপটিকে অক্ষত রেখে
শ্রেয়সী ঠোঁটে মেখে নিলো টানাবৃষ্টির স্রোত,
ঠাণ্ডায় কিছুটা উষ্ণতা।

কিছুক্ষণ আগের কথকতার আবেগ থামিয়ে
মুখোমুখি অথচ বন্ধচোখে
হারমোনিয়ামের রিডে আঙুল টিপেটিপে
শ্বাস-প্রশ্বাসে শুষে নিলো
অক্ষত কাপের চায়ের উপরে পড়ে থাকা
হালকা সরের ঘ্রাণ।

ছেঁড়ামেঘে আকাশের ইতস্তত নীলশাড়ি
পুরোটা শরীরে ছিলোনা
যেমন পাখির ডাক দীর্ঘ থেকে সরু হয়ে
মিলিয়ে যায় ঝাপটানো ডানার বাতাসে।

ঝড়ের তাণ্ডবে যখন সে বিধ্বস্ত ঘাস
মেঘ সরে নেমে আসে আকাশের শাড়ি,
চোখ খুলে লজ্জা পায়নি সে
আমার শার্টে আবৃত ছিলো তার বর্ধিত বুক।

একটু নেশা!
আর অনিচ্ছের আচমকা ইচ্ছেয়
কাপে ধোয়া উড়েছিলো।

Loading

Leave A Comment