Site icon আলাপী মন

কবিতা- স্থিতধী সুন্দর সতত অজেয়

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

 

স্থিতধী সুন্দর সতত অজেয়
-অসীম দাস

 

 

আপাতত , শমীবৃক্ষে তোলা আছে প্রতিবাদ!
সময়ের ক্রুর কূট জালে বৃহন্নলা সাজ ,
বদ্ধ আছে অসহ অজ্ঞাতবাসে।
অচিরেই , সূচ্যগ্র মেদিনী না দেওয়ার
অহঙ্কার খাবি খাবে দ্বৈপায়ন হ্রদে !

ততদিন ,
কুরুক্ষেত্রের বিস্তীর্ন ত্রয়োদশী জ্যোৎস্নার ক্ষেতে
নিশ্চিন্তে খেলা করুক রামধনু-ফড়িং এর দল ।
দূর্বা-আকাশ নেমে চুমু খাক
স্বাদু মৃত্তিকার ঠোঁট ।

মানবের পৌনপুনিক জয় পরাজয়ের
মাঝে আছে এক অনিবার্য বাঁক ।
ফাঁকি নয় , সুনির্দিষ্ট ফাঁক রেখে
বাঁক- নিরপেক্ষ সবুজকে
অবিচ্ছিন্ন বেঁচে নিতে হয় ।
কেননা , প্রকৃতির ব্যাকরণে কোনো
সময়ই অসময় নয় ।
সুন্দরের খোঁজে রিক্ত শাখায় আসে পাতা ,
ঊষর নদীতে ফোটে সপ্তডিঙ্গা মধুকর ফুল ,
পরিত্যক্ত প্রবীণ আমের উঠোনে
নাচে সহাস্য অমৃতের ফল !

দুঃখ সুখে স্থিতধী সুন্দর ,
সতত অজেয় এক অদাহ্য অমরের নাম ।

Exit mobile version