।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।
কেন ফিরে আসে
-সুশান্ত সিনহা
চোখের তারায় ভেসে থাকা কিছু মুখ
সুখের সুতোয় জাল বোনে সারা দিন
কিছু মেঘ ভারী জল নিয়ে ইতিউতি
কিছু বালি মেঘে নানা রঙ অমলিন
মেঠো পথে কিছু মুঠো পাতা আনমনে
নিরক্ত আবেগ সিঁদ কাটে প্রাণপণে
জীবনের পথে ফেলে আসা ভুল-চুক
বেহাগের তালে ঠোকা দেয় টুক-টুক
আবার যদি পেতাম ফিরে সেই পাতা
যন্ত্রনাগুলো শুধরে ছেঁকে ভরতাম
গরমিল যত মন ভার করা খাতা
আপত কালীন যত্নে তুলে রাখতাম
বাতাসের কোলে ছবি আঁকা আলপনা-
বন্ধুর হাত বন্ধুর বিপ্র-দ্বারে চেনা
বিবর্ণ কোলাজ ফুটে ওঠে বৈরী রাগে
স্মৃতির আকাশ বিন্দু বিন্দু জমা ত্যাগে