কবিতা- বরং তুমি হও

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

 

বরং তুমি হও
-শম্পা সাহা

 

 

একটা মন ভালো করা গান লিখতে
এতো কসরৎ?
ধুর!তাহলে তোমার কবি হয়ে কাজ নেই

তুমি না হয় চাষী হও
মাটির বুক খুঁড়ে
গরম ভাতের গন্ধ খুঁজে আনো
দুয়েক জনের পেটে সেই অদম‍্য মোচড়
যা স্নায়ু অবশ করে দেয়
ঘুমিয়ে থাক সে শত্রু কিছুক্ষণ

তুমি না হয় নাবিক হও
পথহারা পথিকের দল
যারা মাঝ সমুদ্রে দিশাহারা
তাদের দেখিও পথ
পৌঁছে দিও প্রেয়সীর কাছে
তাদের চোখে ঝরুক আনন্দাশ্রু

তুমি না হয় সৈনিক হও
অদম‍্য সীমানা পাড়ের লোভী থাবার হাত থেকে রক্ষা কোরো
দেশমাতৃকার বুকের আঁচল
হাসি ফুটুক মায়ের মুখে

শেষমেষ তুমি বিপ্লবী হতেও পারো
না হয় এক জবরজং চাপিয়ে দেওয়া সভ‍্যতার স্থবির চাকা
তোমার জন‍্যই আবার নড়ে এগোক
সত‍্যিকারের মানবিকতার পথে

কিন্তু তুমি কবি হয়ো না
যদি না লিখতে পারো এক মন ভালো করা গান
তোমার কলমের নিব পিষে ফেল
যেমন ফাঁসির ঘোষণার পরের বরাদ্দ
তুমি বরং হাতে অস্ত্রই তুলে নাও
ওতেই তোমায় মানায় বেশ!

Loading

Leave A Comment