।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।
মেয়েদের মন
– সঞ্জিত মণ্ডল
মেয়েদের কতো জ্বালা আছে সেটা জানো-
ঘর- সংসার সামলানো বড়ো দায়,
স্বামী ছেলে মেয়ে শাশুড়ি ননদী আছে-
আয়ান ঘোষরা কম জ্বালাতুনে নয়।
সংসার তাকে টেনে রাখে চারিদিকে –
ঘুমাতে গেলেও বাঁশি যেন কে বাজায়,
নিদ্রা দেবীও মোটেই সদয় নয়-
বাঁশি কানে এলে কি করে ঘুমাবে বলো।
মনের খোরাক তারও তো একটু চাই-
পুরানো স্মৃতিরা হারানো গল্প খোঁজে,
ইস্কুল আর কলেজের যত স্মৃতি –
গোলাপ ফুলের সৌরভ দিয়ে যায়।
ভালোবাসি কেউ কানে কানে বলেছিলো-
সে মধুর স্মৃতি আজও ব্যথা হয়ে ঝরে,
ভরা সংসারে স্বামী ও স্বজন আছে-
রিণরিণে ব্যথা হৃদয়ে হুল ফোটায়।
এখনও কি আসে মনের দুয়ারে কেউ –
কপাট বন্ধ করে দেয় কতো নারী,
তবু যদি কেউ এসে কড়া নাড়া দেয়-
বসন্ত বায়ে কেঁপে যায় তার হৃদয়।
লজ্জা ও প্রেম জড়াজড়ি করে থাকে-
ক্লান্ত মনেতে ঝলক দখিনা বায়,
ইচ্ছেগুলো কে ধরে কে রাখতে পারে-
এমনি করেই প্রেম ভালোবাসা হয়।
বিকেলে ভোরের ফুল ফুটে গেলে পরে-
অনিশ্চয়তা পদে পদে বাধা দেয়,
আশ্রয় টা যে পাখির বাসার মতো –
বাসাংসি জীর্ণানি যথা বিহায়।
সমাজের ভয়, ভবিষ্যতের ও ভয়-
কুলটা বলবে শ্রী রাধাকে বলে কেহ,
কৃষ্ণ কালা যে কদম তলায় থাকে-
যখন তখন বাঁশি টা বাজায় প্রিয়।।
আমার আন্তরিক ধন্যবাদ ও অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধু প্রিয় সম্পাদক মহাশয় এবং আলাপী মন এর সকল সদস্য বন্ধুদের।
খুব ভাল লাগল