Site icon আলাপী মন

তীব্র আঁধার

তীব্র আঁধার
-রীণা চ্যাটার্জী

সুধী,
সময়টা কি এইরকম হতে পারে- দু’টো বাড়ি পরে ডাকাত পড়েছে, আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি? নাহ্, মনে হয়। তীব্র সঙ্কটের মুখে- সভ্যতা, সংস্কৃতি হয়তো বা অস্তিত্ব।
আমাদের প্রতিবেশী দেশ ও দেশের নাগরিকরা যেভাবে আজ বিপদের সম্মুখে বিপন্ন হয়ে পড়েছে, ভাবতেই ভয় লাগছে।
সন্ত্রাস, আগ্ৰাসনের শিকার- এমন হবার কি কথা ছিল? কেন হলো? কিভাবে হলো?
ইতিহাস-ভূগোলের ভূমিকা অনেক প্রশ্ন হয়তো আপেক্ষিক ভাবেই উঠে আসবে। পরিণাম জানা নেই.. আরো রক্ত, আরো কান্না, আরো হাহাকার.. তারপর? নাহ্, ভাবতে পারছি না.. সব কেমন ঝড়ের মতো লন্ডভন্ড করে দিচ্ছে মন, মস্তিষ্ক- বড়ো বেসামাল।
যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মনে হয় আজ বড়ো অসহায়- শুধু অপেক্ষা পাপের আঁধার শেষে নতুন সূর্য উঠবে, আমাদের প্রতিবেশী দেশ আবার হাসবে। নাহলে তো আমরাও অসুরক্ষিত- ভাবনার ঘরে ছিদ্র হয়ে গেছে- ভাবনাও অসংলগ্ন..
ভালো থাকার উপায় জানা নেই- তবুও থাকতে হবে।
আগামীর শুভেচ্ছা ও শুভকামনা আলাপী মন-এর পক্ষ থেকে।

Exit mobile version