Site icon আলাপী মন

কবিতা- নবীন কবি

।। অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

 

নবীন কবি
– শ্যামল কুমার রায়

 

 

নতুন কথা শোনাও কবি ।
গতানুগতিকতার আবর্তে
চলছে সবার আনাগোনা ।
ঘূর্ণিপাক উজান স্রোত এড়িয়ে ,
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে
ভুলভুলাইয়ায় চলছে , পথ কানা।

সমাজ বদল চেয়েছিল যারা ,
তারা বুঝি ছেড়ে দিলো হাল ,
চেতনার হলো না উন্মেষ ।
এবার এগিয়ে এসো নবীন কবি ,
কাঠের তরবারি দাও বিসর্জন ,
শানিত কলমে ধরো রুদ্রবেশ ।

Exit mobile version