কবিতা- বড় একা লাগে

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

 

বড় একা লাগে
-সোহিনী সামন্ত

 

 

বড় একা লাগে…
হ্যাঁ, হ্যাঁ বড় একা লাগে…
যখন সেই চেনা
পাখি আর আসে না,
কিচিরমিচির করে ভুবন ভরিয়ে তোলে না,
তখন বড় একা লাগে…
যখন পরিচিত মানুষ অনেক দূরে চলে যায়, চাইলেও আর তার দেখা পাওয়া যায় না…
তখন বড় একা লাগে…
যখন বন্ধুত্বের অটুট বন্ধন ভেঙে যায়,
চাইলেও আর বন্ধুত্ব ফিরে
পাওয়া যায় না… তখন বড় একা লাগে…
যখন গাছে ফুল ধরে না,
চাইলেও ফলের স্বাদ পাওয়া যায় না…
তখন বড় একা লাগে…
যখন কোকিল সুরে গান ধরে না,
চারিদিক যখন শান্ত, বর্ণহীন, নিঃশব্দ…
তখন বড় একা লাগে…
একা লাগার যে পরিভাষা হয় না… উপলব্ধি শুধু থেকে যায় সুপ্ত মনে‌।

Loading

Leave A Comment