
কবিতা- সময়
।। অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।
সময়
-পাপিয়া ঘোষ সিংহ
অতিমারীর প্রকোপে শিক্ষা স্থানচ্যুত,
বিবেক বিক্রিত খোলা বাজারে
চেতনা মাতৃহীন, বিপ্লব দেশদ্রোহী
সেই সুযোগে পুঁথিগত শিক্ষা অবলুপ্ত।
বিপ্লবী বাজারে কিনতে পাওয়া যায়,
মনুষ্যত্বের অভাবে প্রাণহীন ধরিত্রী,
ধর্ম টনিক গলধ্যকরণে বিষাক্ত মনভূমি
তবুও মানুষ বাঁচে এক চিলতে সুখের আশায়।
স্বদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিলেন যাঁরা,
বিস্মৃত আজকের দেশপ্রেমীর মননে,
চেতনহীন অ—শিক্ষা মূর্তি ভাঙে মনীষীদের
আকাশ জুড়ে শুধুই কালো,অন্তরালে নক্ষত্ররা।
সামাজিকতা দূর থেকে দূরে সরে যাচ্ছে,
পড়শি’র অসুখে দরজায় উঠছে খিল,
মানসিক দূরত্বে স্বজনের মৃত্যুও গা- সওয়া
রোজ ভালোবাসা, আবেগ, স্বপ্ন মাথাকূটে মরছে।
অন্ধকার বর্তমান কোন্ ভবিষ্যতের পথে?
দিশাহীন যুব- সমাজ লাশকাটা ঘরে,
ছাত্রছাত্রীরা আন্তর্জালে জড়িয়ে
মাথা ও হৃদয় শ্লথ,দিশাহীন গতিতে।

One Comment
Anonymous
🙏🙏🙏🙏🙏 ধন্যবাদ