কবিতা- চড়ুই পাখি

অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার

চড়ুই পাখি
বিভূতি ভূষন বিশ্বাস

ফুরুত ফুরুত ওড়ে,চড়ুই তো নাম,
বসত বাড়ির ঘুলঘুলিতেই ধাম ।
ওরা ঘুরে বেড়ায় উঠোনেরই ধারে,
তাই দেখে বিড়াল,ল্যাজটা শুধু নাড়ে।
কিচিরমিচির করে,বলছে বলো কী,
সুখ দুক্ষের কথা,না কলহ বিবাদি।
সন্ধ্যা বেলায় করছে নাকি সন্ধ্যারতি,
না শয্যাগৃহ নিয়ে,করছে মারামারি ।

আপন মনে আমি,ভাবছি কত কথা,
চলছে যে এদের বড়ই দুরবস্থা ।
ধীরে ধীরে হচ্ছে এরা সবাই বিলুপ্ত,
এদের দুর্দশায় কে হবে অনুতপ্ত ।
মানব জাতিই ভাববে এদের কথা,
সংরক্ষণের জন্য হবে যে সুব্যবস্থা ।

Loading

Leave A Comment