কবিতা- কর্নওয়ালিসের সাড়ে তিন হাত

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

কর্নওয়ালিসের সাড়ে তিন হাত
-অসীম দাস

ভুলে যাওয়ার দুরূহ প্রচেষ্টাতে
এক ক্ষেত পরাগের মিলমিশ ,
সাড়ে তিন হাত সবুজ স্মৃতি হতে পারে !
সাতে পাঁচে নেই বললেও —
মুক্ত ছয়-এর অনর্গল টান ,
আঙুলের ফাঁক গলে কখন অজান্তে
নিয়ে যায় চলমান নাব্য মিছিলে ।
সাবধানী হিসেবের গন্ডি ভেঙে
সামান্য চক-খড়ি ,
স্বর্ণলঙ্কার দাহ্য-চিত্র আঁকে !

স্বার্থপরতার পরতে পরতে জমে আছে
নিরন্ধ্র অন্ধের বিন্দু বিন্দু নির্জনতা ।
উদাত্ত সমুদ্রের বর্ণাঢ্য ঢেউ- এ
ভেসে যেতে পারে স্বেচ্ছাবহ গুহ্য খোলস ।
কোনও দিন মুখ দেখব না-র প্রতিজ্ঞা ফু- এ ,
হঠাৎই শবনম ভোরে বেজে ওঠে
প্রেমিক অর্ফিয়াসের মিলনের বাঁশি ।

আসলে , ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ এই শব্দবন্ধ শুঁকে
একদিন যে আর বেতো ঘোড়াও হাসবে না ,
ধুরন্ধর প্রশাসক কর্নওয়ালিস জানত না ।

Loading

Leave A Comment