কবিতা- আমি আর তুমি

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

 

আমি আর তুমি
-অমর দাস

 

 

যদি তুমি হও বৃষ্টি আমি আকাশ হতে পারি,
যবে মোর হৃদয় আকাশ হতে ঝড়ে প্রেম বারি।
যদি নদী হও তুমি আমি সাগর হতে পারি।
তব প্রেম নদী মম প্রেমসাগরে পড়ে আছাড়ি।
যদি তুমি হও শিশিরবিন্দু আমি সবুজ দূর্বাদল,
তোমার প্রেম শিশিরবিন্দু ঝড়িছে অবিচল।
যদি তুমি পাহাড়ী ঝরণা রুক্ষ পাহাড় আমি,
তোমার প্রেমের ঝরণা ধারায় স্নিগ্ধ হলাম আমি।
তুমি আমার প্রকৃতি হলে আমি যে প্রেম তোমার।
প্রকৃতি-প্রেমের মহামিলন হলো মোদের ভালোবাসার।
আমি তোমার সঙ্গীত আর আমার সুর যে তুমি।
সুর-সঙ্গীতের ঐক্যতানে বাঁধা মোদের প্রেম কাহিনী।
তুমি আমার কবিতা যদি আমি তো ছন্দ তোমার,
তোমার আমার মিলনে রচিব কাহিনী ভালোবাসার।
আমি তোমার মরুভূমি যদি তুমি আমার মরুদ্যান ,
তোমার স্নিগ্ধ স্পর্শে সিক্ত হোক আমার সুষ্ক প্রাণ।
আমি রাতের আঁধার তুমি মোর রবির আলো,
ঘুচাও আঁধার জীবনে মোর জ্বালো আলো জ্বালো।
আমি তোমার প্রেম , তুমি যে প্রেয়সী আমার ,
আমাদের প্রেমে গড়িব আমরা পবিত্র স্বর্গদ্বার।
প্রেমসাগরে ভাসায়েছি নাও চলো প্রেমনগরে ,
তুমি আমার কাণ্ডারী এই গহিণ প্রেম সাগরে।
তুমি আমার সাহিত্য জীবনে কাব্য প্রেমের ধারা,
তুমি আমার কাব্য সৃষ্টি নতুন সাহিত্য ধারা।
আমি যদি প্রতিবাদী তুমি প্রতিবাদের ভাষা,
আমাদের মিলনে মোদের জাগ্রত ভালোবাসা।
আমি যদি আঁধার রাত্রি তুমি যে আমার স্বপ্ন,
বিনিদ্র রজনী আমি তোমার স্বপ্নে নিমগ্ন।
আমি তোমার জীবন যদি তুমি মোর জীবনধারা
মোদের হৃদয়ে বহিছে এক প্রেমের অমৃতধারা।

Loading

Leave A Comment