কবিতা- চিনে নিতে

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।

 

চিনে নিতে
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

চারপাশে এত মানুষ
কিন্তু কেউ মানুষ নয়,
সবাই মানুষের মত সেজে রয়েছে!
মাঝে মাঝে এমনও তো মনে হয় নিশ্চয়-
চারপাশে এত বন্ধু,
তাও কিন্তু কেউ বন্ধু নয়।
শুধু বন্ধুর মত দেখতে লাগে তাদের!

এমনো তো হয়,
সত্যিকারের যারা বন্ধু,
তাদেরই চিনতে পারেনা মন।
হয়তো তাদের কাছে
কখনো পৌঁছনোই হয়না।
অথবা সত্যিকারের মানুষের
সামনে দাঁড়িয়ে সন্দেহ হয়–
চিনে নেওয়া হয়না প্রকৃত মানুষকে।।

Loading

Leave A Comment