।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।
ছুঁয়ে যাক
-তমাল হাইত
আমার কলমের সঙ্গী তুই এখন,
একলা থাকার সময়টা আকঁড়ে ধরা তোকে।
বুঝি এসব পাগলামী স্রেফ, শুনলে বলবে লোকে।
লোকের কথায় কি আসে যায়,
যদি তোর কথা শুনে মন নিজেকে হারায়।
নিজেকে রাখবো বাজি, একবার হ রাজি ; বল ভালবাসবি আমায় অনন্ত।
জানিস কি কে তুই ?
কি এই সম্পর্কের পরিচয়?
কেন আটকাতে পারেনি মন, বারেবারে শুধুই আশকারা দেয়।
যেদিন পেয়েছিলাম প্রথমবার কাছে তোকে,
শরীরে মনে উঠেছিল ঝড়,
বারেবারে তাই পেতে চাই আমি
শুধুই তোর বন্য আদর।
যে আকুতি সীমাবদ্ধ ছিল শুধুই তোর পায়ে,
কখনো নূপুরে, কখনো বা স্পর্শের অস্থিরতায়।
সময়ের সাথে কখন জানি হয়েছে গভীর আরো,
ছুঁয়েছে তোর হৃদয় ভীষণ উন্মত্ততায়।