।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।
ভিক্ষা
-শম্পা সাহা
বরফের মত গলতে থাকা ধূমায়িত রাত্রি
চাপচাপ বিষণ্ণতার জঙ্গলে বসে
শুধু শ্বাপদের দীর্ঘশ্বাস
বহুকাল রক্ত চেটে তাদের জিহ্বাও আজ আড়ষ্ট
শিরায় উপশিরায় রক্তের ক্লেদ
ধমনীতে আর শোধন হতে চায়না
ব্যর্থ জালিকা দাবি তোলে রদ বদলের
জঙ্গলের আইনেও চাইছে বদল বৈপ্লবিক কিছু শাকাশী
রক্ত নয় হাতিয়ার শুধু ভালোবাসা
তাতেই নাকি গলতে পারে জমে থাকা ক্ষত পুঁজ রক্ত শেষে
ছেঁড়াকাটা লাশে মাছি বসে ডানা ঝাপটায়
বড় ভালো আছি
বড্ড বেশি রকম আছি ভালো
এই বলে উড়ে চলে যায়
নিথর সভ্যতার মরা মাছের মত স্থবির দৃষ্টি
আর শীতল শোণিতে যদি কখনো প্লাবন আসে
ফের যদি আগুন লাগে বিবেকের কোণে
হয়তো সভ্যতায় প্রাণবায়ু ফিরলেও ফিরতে পারে
না হলে
শুধুই অপেক্ষা
অথবা প্রাপ্তি ভিক্ষা কয়েক পলের!
অনবদ্য