কবিতা- শান্তি নিবাস

।।  অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

 

শান্তি নিবাস
-অনিমা দাস

 

 

চাই না আমি অট্টালিকা
চাই ছোট্ট একটা বাড়ি ,
আমার চাওয়া ক্ষুদ্র অতি
আমি যে সাধারণ নারী ।

শান্তি নিবাস নাম হবে তার
শান্তি বিরাজ মান ,
হাসি খুশি থাকবে সবাই
রাখবে সবার মান।

আনন্দ রাজ করবে বিরাজ
কম কিছু তো নয়,
সারা জীবন রাখবো ধরে
করবো মোরা জয়।

থাকবে সেথায় ফুল বাগিচায়
রঙ বাহারি ফুল ,
প্রভাত হতেই ফুল তুলতে
ছড়িয়ে এলো চুল ।

ফুলের সুবাস ভোরের হাওয়া
স্নিগ্ধ তনু মন ,
ভালো রাখার ভালো থাকার
করেছি যে পণ।

ফুল বাগিচায় ফুল দলে
রঙিন প্রজাপতি ,
পাখায় পাখায় রং মেখে
ওই খেলবে কানামাছি ।

পায়রা গুলো ঘুলঘুলিতে
করবে বক্ বকম্ ,
শস্য দানা ছিটিয়ে দিলে
খুঁটবে সারাক্ষণ ।

মুক্ত বায়ু চলবে সেথা
করবে কানাকানি ,
প্রাণের পরে শীতল বায়ু
দেবে হাত ছানি।

বাড়ির উঠোন গন্ডি টানা
নয় তো কিছু কম ,
খোলা আকাশ মাথার উপর
প্রাণ ভরে নিই দম।

তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ
জ্বলবে সন্ধ্যা কালে,
শুদ্ধ মনে ভক্তি ভরে
চলবে নিত্য তালে।

বাড়ি টুকু গড়তে গিয়ে
কত রক্ত ক্ষয় ,
নিজের বাড়ি ছোট্ট বাড়ি
তাতেই হবে জয়।

ছোট্ট বাসা ছোট্ট আশা
হোক না সবার তরে ।
সেই টুকু তেই খুশি থাকুক
সারা জীবন ধরে ।

Loading

Leave A Comment