Site icon আলাপী মন

কবিতা- আমি সেই মুখ

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

আমি সেই মুখ
-কাজল দাস

 

 

আমি সেই অপেক্ষারত মুখ!
আমি সেই অপেক্ষারত চোখ,
যার বিগত ইতিহাস গুলো জীবাশ্মের মতো আজো লেগে আছে ক্ষয়িষ্ণু পাথরের বুকে,
আমি সেই ক্ষুধার্ত বেদনার রঙে আবৃত-
এক মুখ,
অপেক্ষারত!
যুদ্ধের আগে ও পরে,
কাঁটাতারের এধারে বা ওধারে,
চটচটে রক্ত ঘ্রাণে লেগে থাকা ধানের শীষে আচ্ছন্ন সময়ের মতো সেই মুখ,
মেঠো রাস্তা থেকে রাজপথে,
মাটির ঘর থেকে অট্টালিকায় সাজানো সাঁওতালি রঙের মুখোশে ক্ষুধার্ত সেই মুখ।

আমি সেই আস্তাকুঁড়ের যোদ্ধা,
যাকে আপনারা নাম দিয়েছেন স্বাধীনতা,
যাকে আপনারা নাম দিয়েছেন গণতন্ত্র,
পাতাবাহার গাছের মত গুছিয়ে রেখেছেন-
শহরের আনাচে কানাচে।
আমি সেই মুখ,
আমি সেই নীল বিদ্রোহীর উত্তরসূরী,
আমি সেই মহেঞ্জোদারোর ভগ্নাবশেষ,
আমি সেই দীর্ঘ মেয়াদী লংমার্চ।

কখনো আমি আন্দোলন,
কখনো বা আমি আন্দোলনের বিষয়,
কখনো উৎসবে, কখনো রাস্তায়,
কখনো আবার ডাস্টবিনে।
জ্বলন্ত রজনীগন্ধার শরীরজাত ধূসরতার পোড়া ঘ্রাণে আমার পরিচয়।
আমি সেই মুখ,
যাকে ভুলতে চেয়েও ভোলা যায় না,

আমি সেই ক্ষুধার্ততা।

Exit mobile version