Site icon আলাপী মন

কবিতা- ঠিকানাহীন পথ

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

ঠিকানাহীন পথ
-সোহিনী সামন্ত

 

 

মন যে চলে যায় ঠিকানাহীন পথের খোঁজে…
যে পথে কোন রেষারেষি নেই, নেই কোন বিদ্বেষ…
এমনই যে পথ চাই, এমন নির্লিপ্ত মনে…
কত বাহারি গাছের ছায়া পড়ে পথের চারিপাশে…
যেমন করে পথিক নেয় বিশ্রাম শান্ত ছায়ার নিচে,
তেমনভাবেই মন শীতল হবে অচেনা পথের দিশায়…
সংকীর্ণ মন পথ দীর্ঘ থেকে দীর্ঘতর রূপ নেবে…
মনের মিলনে মানুষ জাতি ভেদ ভুলে গিয়ে এক হবে…
এমনই যে ঠিকানাহীন পথ খুঁজে বেড়াই,
পাব কি এমন পথ খুঁজে!
শুধু অদৃষ্টই জানে।

Exit mobile version