।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।
এমন শ্রাবণ দিনে
-পাপিয়া ঘোষ সিংহ
শ্রাবণ আকাশ সেজেছে অনুরাগে,
বাদল – রোদের চলছে লুকোচুরি,
মনে জমছে মনখারাপি মেঘ,
তুমি ক্রমে যাচ্ছো দূরে সরি।
মনে পড়ে? এমন শ্রাবণ দিনে,
বর্ষা সোহাগ ভিজিয়েছিল তোমায়,
সিক্ত তোমায় দেখে লাজে রাঙা,
মুখে আমার গোধূলি রঙ ছায়!
সেদিন শ্রাবণ ছিল পাগলপারা,
গন্ধরাজ আর কামিনীর সুবাসে,
কালো মেঘের ছিল না তো দেখা,
আমরা দু’জন চলেছিলাম ভেসে।
হঠাৎ সেদিন শরৎ এসেছিল,
ফুটেছিল হাজার শিউলি ফুল,
আবার আজকে শ্রাবণ গরজনে
বুক কাঁপিয়ে, ধরাচ্ছে সব ভুল।
সত্যিই কি ভুল ছিল সবটুকু?
প্রেমের বানে ভ্রমের স্রোতে ভাসা!
বর্ষা- বাদল মিলবে না কখনও?
আর নেই কি একটুখানি আশা?
আজকে তুমি খেলছো রোদের সাথে,
ঝলকানিতে যাচ্ছো আমায় ভুলে,
মনের ব্যথা পড়ছে ঝরে ঝরে,
এমন রোদন ঘুচবে কোন কালে?
মাঝে মাঝে তোমার গরজনে,
বিদ্যুতের ঐ আলোক দেখে বাঁচি,
আমার বাদল ফিরবে আমার কাছে।
বলবে আমায় এই তো আমি আছি।
আবার তুমি আসবে শ্রাবণ দিনে,
বর্ষা -বাদল মিলবে আবার দোঁহে,
প্রেম-দরিয়ায় চলবো আমরা ভেসে
ভালোবাসা থাকে না আটকে মোহে।