।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।
উদ্বাস্তু
-তমালী বন্দ্যোপাধ্যায়
পিছে পড়ে থাকে সাতপুরুষের ভিটে।
পিছে পড়ে থাকে ঘর, ভাতের হাঁড়ি,সংসার টুকিটাকি।
আর পড়ে থাকে স্মৃতি হাহাকার।
নাড়ি ছেড়া ব্যথা।
জীবনের টানে পার হয়ে চলে যায়
মানচিত্রের সীমানা।
ওরা উদ্বাস্তু।
অনেক জখমী মন নিয়ে
ফিরেফিরে দেখে,
ফেলে আসা ভাঙা ঘরখানি।
ডাঙায় যে বাঘ, জলেও কুমীর।
কোথায় যে বাসা বাঁধবে আবার!
কেউ যে চায়না নিতে ওদের এই দায়।
ওদের এখন শুধু সম্বল ক্ষুধা,পুষ্টিহীনতা।
আর ঘুণপোকা ধরা মনে টাটকা স্মৃতি।
মাছি ভনভন ছোট্টো শরীর।
খিদে পেটে সরল চোখদুটো
শুধু খুঁজে চলে মাকে।।
খুব সুন্দর ভাবে বিষয় বস্তুকে তুলে ধরেছেন।
ধন্যবাদ বন্ধু