Site icon আলাপী মন

কবিতা- একাকীত্ব

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

একাকীত্ব
-তমাল হাইত

 

 

একাকীত্ব ঘিরে ধরে কখনো,
নলি ঠেলে উঠে আসতে চায় দলা পাকানো কষ্ট!
ভিড়ের মাঝে থেকেও ঝাপসা সব মুখ!
মুখ? নাকি মুখোশের ভিড়ে বাঙ্ময় ব্যঙ্গ!
ছুটছি, অন্তহীন! তবু শেষ হয়না পথ।

দিকভ্রান্ত পথিককে গ্রাস করে ক্লান্তি,
ঐতো বিস্তীর্ণ ফাঁকা প্রান্তর, সুযোগ একটু প্রাণখুলে শ্বাস নেওয়ার!
দলা পাকানো কষ্টটা কমছে, মিলিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে গভীরে।

নিঃশ্বাসের সাথেই প্রাণবায়ুর নিষ্কৃতি!
ঝাপসা মুখ মুখোশ এর ভিড়ের ইতি।
আহ্! লাভ হবে অপার শান্তি!

Exit mobile version