কবিতা- জীবনের রঙ্গ মঞ্চ

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

জীবনের রঙ্গ মঞ্চ
-অনিমা দাস

 

 

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার
সুযোগ পেয়েছি ।
কখনো কন্যা কখনো স্ত্রী কখনো বৌ মা
কখনো মা আরো ভিন্ন চরিত্রে ।
প্রতিটি চরিত্রে নিখুঁত পারফরমেন্স দেওয়ার
চেষ্টা অবিরাম চালিয়ে যাচ্ছি।
অভিনয় করতে গেলে তো বেষ্ট টা দিতে
সকলেই চায়।
টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হয়।
জীবনের এই রঙ্গ মঞ্চে কখনো হেসেছি
কখনো কেঁদেছি আবার কখনো
ভালোবাসার সাগরে ভেসেছি ।
আর প্রিয় জন দের সুখী রাখার চেষ্টা চালিয়ে
গেছি জীবন সংগ্রামে ।
মায়ের ভূমিকায় পদার্পণ করা,
 জীবনের এক নতুন মোর ।
মাতৃত্বের স্বাদ আধো আধো কন্ঠে মা ডাক শোনা।
 সন্তানের নরম হাতের শীতল স্পর্শ ,
এক অনন্য অনুভূতি।
তার পর তাকে একজন ভালো মানুষ হিসেবে
বড় হতে দেখা এটাই জীবনের  পরম প্রাপ্তি।
ক্ষুদ্র এই জীবন ঘটনা বহুল রঙ বেরঙের
কত কাহিনী জীবন পটে ধরা পড়ে ।
রঙ্গ মঞ্চে অভিনয় করতে করতে কখনো
ক্লান্ত অবসন্ন হয়ে যায় এই শরীর মন ।
সেই সময় এই একঘেয়েমি থেকে ছুটি চায়
এই মন অনাবিল আনন্দের খোঁজে ।
আকাশ বাতাসের সঙ্গে একাত্ম হতে চায়
গণ্ডিতে আবদ্ধ থাকা চঞ্চল হৃদয়।
নীল সমুদ্রের ঢেউয়ের সাথে মিশতে মন
ছুটে যায় দূর বহু দূরে ।
প্রকৃতির সাথে কিছুটা সময় একাত্ম হতে ।
আবার জীবনের রঙ্গ মঞ্চে ফিরে আসা ।
এভাবেই চলে জীবন ।

Loading

Leave A Comment