Site icon আলাপী মন

কবিতা- মৃত্যুভাব

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

মৃত্যুভাব
-শৌভিক মন্ডল

 

 

আর্তনাদে ভরে উঠেছে শিরা, কুন্ডলীতে যেন প্রাণের শিহরণ আন্দোলিত হচ্ছে…
দেখতে দেখতে শিরাগুলো কেমন কলের পাইপ এর মত….
বোধহয় নিয়নের বাতি, নিশ্ছিদ্র অন্ধকারে কেমন বিলীন থেকে বিলীনতর হচ্ছে ,
অজানা ভালোলাগায় তলিয়ে যাচ্ছে দেহ।

কেউ যেন কানের কাছে বলছে- “আর একটু অপেক্ষা করো,
আবার শৈশবের ভালোলাগায় নিয়ে যাব তোমায়।”
কথকতা ভোরে ..স্নাত হয়ে, অবগাহন মায়ায় তুমি দেবে ডুব।
দেখতে পাচ্ছ শুয়ে থাকা নিথর ,সেই সরষেখেতে , আন্দোলিত ঢেউয়ের শেষাংশ
আর একটু …..একটু…

সন্ধ্যা ছয়টায় গ্রীষ্ম গোধূলিতে রিয়ার বাবা হারিয়ে গিয়েছিল
অবিনশ্বরে।
হয়তো আর এক প্রজন্মের হাতছানিতে রেখে গিয়ে –
কিছু প্রশ্ন কিছু প্রত্যাশা।

Exit mobile version