Site icon আলাপী মন

কবিতা- অ-সমকামী

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

অ-সমকামী
-কাজল দাস

 

 

এইতো সবে দুঃখ জমেছে গাঢ়
মেঘের মতো উড়নচণ্ডী বিষাদ
এখনি যদি রাতের হিসেব কর
নিখোঁজ হবে মধ্য রাতের চাঁদ।

এইতো- সবে প্রেম হয়েছে গাঢ়
বুকের ভেতর নিয়ম ভাঙা ঝড়
ভেজা ঠোঁটে রাত কুড়াতে পার
জল ছুঁয়ে যাক জলেরই ভিতর।

এইতো- সবে রঙ ধরেছে গাঢ়
সবুজ ডালে ফুল ফুটেছে লাল
এখনই যদি আগুনে ভয় করো
পোড়ার মানে খুঁজবে চিরকাল।

এইতো- সবে মেঘ করেছে গাঢ়
বৃষ্টিতে মন- প্রেমিক হয়ে যায়
সময় দেখার সময় নেই কারও
দুঃখ গুলো,- বৃষ্টি কিনতে চায়।

Exit mobile version