।। অমরনাথ স্মৃতির সাহিত্য পুরস্কার।।
নারী
– শ্যামল কুমার রায়
নতুন কিরণ , শুভম লগন ,
যেতে হবে নিশ্চিত জানে ;
স্খলিত চরণ অশ্রু নয়ন
বার বার চায় পিছন পানে ।
নারীর জীবন ভেলার মতন ,
এ ঘাট ও ঘাট ছুঁয়ে ভাসে ;
কার অভিশাপে আজো নারী
হলো না স্থিতু নিজ গৃহ বাসে ।
জন্মদাত্রী মাতা আমাদের ,
সৃষ্টি ধারিকা , গর্ভ উদরে ,
পুরুষ কেন জাগে না এখনো
নারীরে রাখে না সমাদরে ?
সতীত্ব নারীর পরম ধন ,
পতি প্রেমে নিষ্ঠা সযতনে ;
জাগায় ভক্তি , পরম শক্তি ,
নারী জীবনের পূণ্য সন্ধানে ।