।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।
মায়াবৃক্ষ
-সোহিনী সামন্ত
কেউ কি পেয়েছো মায়াবৃক্ষের দেখা?
যা কিনা কুড়ে খেয়েছে মনের পাটাতন,
অদৃশ্য অশরীরীর মতন উবে গেছে মনের অভিলাষায়…
মায়াবৃক্ষের ফলস্বরূপ বিবেক, খালি মনের দরজায় টোকা মেরে যায়…
এঁকেবেঁকে ওঠা মায়াবৃক্ষের শাখা-প্রশাখায়, কত না আছে বেদনার আখ্যান..
তুমি কি খোঁজ পেয়েছো সেই মায়াবৃক্ষের?
যার গায়ে পাপ নামক পিঁপড়ের দল বাসা বেঁধেছে…
পিঁপড়ের দল সেই বৃক্ষের ধমনীর রস আস্বাদন করেছে…
পুণ্য বলে যদি কিছু থাকে, তাহলে তা বৃক্ষের মধ্যে পুনর্জীবনের আশা মাত্র…
পৃথিবীর মায়ায় আমরা চিরন্তন উজ্জীবিত,
মায়ার খেলায় বৃক্ষের শিকড় যথাযথ বন্দি,
প্রেম পুষ্পের জাগরণ ঘটে মন বৃক্ষের উন্মোচনে,
যত খেলা আছে, সবই অপূর্ণ থেকে যায়…
খেলার দুনিয়া কেবল বিভীষিকাময়, বৃক্ষ যে হবে আন্দোলিত।