Site icon আলাপী মন

কবিতা- নিজস্বী

।। অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

নিজস্বী
-সুনির্মল বসু

 

 

কিছু কিছু অহংকার থাকা ভালো, কিছু কিছু অহংকার তোমাকে আলাদা করে চেনায়,
ঝরো ঝরো বর্ষায় কচি কলা পাতার উপর জলের টুপ টুপ শব্দ যেমন কথাকলি বানায়,

রাত জেগে তুমি তো তারাদের গল্প শোনো,
সবুজ দ্বীপে তুমি তো একলাই হেঁটে যাও,
পাহাড়ের পায়ের কাছে দাঁড়িয়ে শাল পিয়ালের বনে হাঁটতে-হাঁটতে তুমি একটা তুমি খোঁজো,
তোমার সেই তুমিটা আজও তো এলো না,
প্রতিদিন নদীর কাছে দাঁড়িয়ে তুমি তাকেই একান্ত খুঁজে যাও,
বড় দীঘি সবুজ মাঠ পাইন বন ইউক্যালিপটাস গাছ,
পদ্ম ঝিল, উদাসী শিরীষ বন তোমার বন্ধু,
ফুলের উপত্যকা তোমার অবকাশ, তোমার বুকের মধ্যে জেগে থাকে ভালবাসার পৃথিবী,

মধ্যরাতে তোমার দরোজা হাট করে খোলা,
কেউ আসবে, তাঁর আসার প্রতীক্ষায়,
না পাওয়ার বেদনা গুলো তোমাকে কবিতা লেখায়,
সব সময় তুই একা,

শুধু বর্ষায় বসন্তে, কবিতা লেখার সময় তুমি একা নও, কারা যেন তখন চুপি চুপি আসে,
জল জঙ্গল গাছপালা নদীর ধার ঝাউবন দেবদারু
বীথি তোমার কবিতায় কথা বলে,
তখন তোমার তুমির জন্য কোনো কষ্ট থাকেনা,
কল্পনায় তুমি তাঁর সঙ্গে বহু দূরে যাও,
তোমার তুমির সঙ্গে সারা বিকেল হাঁটো,
গম্বুজওয়ালা প্রাসাদের চূড়োয় দাঁড়িয়ে কবুতর ওড়াও, তোমার তুমি তখন হেসে ওঠে খিলখিল,
কোনো কোনো দিন আকাশ জুড়ে মেঘ করলে,
তোমার কল্পনার তুমি বাতাসে আঁচল উড়িয়ে গান করে, মন মোর মেঘের সঙ্গী,

আসলে, দুঃখ তোমাকে কাঁদায় না, বেদনা তোমাকে স্পর্শ করে না,
নিজের মনের সবুজ দ্বীপে তুমি তো একজন রবিনসন ক্রুশো,

কিছু কিছু অহংকার থাকা ভালো, কিছু কিছু অহংকার চিবুকে ঝুলে থাক, কিছু কিছু অহংকার তোমাকে আলাদা করে চেনাক।

Exit mobile version