Site icon আলাপী মন

কবিতা- কবির হৃদয়ের কথা

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

কবির হৃদয়ের কথা
-অমর দাস

 

 

আমি কবি হবো শোষিত নিপীড়িতের ,
আমি কবি হবো যত গৃহহারা পথিকের।
বেকার যুবক পথহারা যতো আছে
হবো কবি আমি তাদের তরে।
আমি রচিব কাব্য আজ তাদের জন্য,
যারা আজো থাকে নিরন্ন ।
আমি কবি হবো ওদের জন্য ,
যারা পায়না শিক্ষার আলো সামান্য।
যারা পায়না চিকিৎসা বাঁচার জন্য
অসহায় মানুষ যারা চিকিৎসার লাগি
ঘোরে দ্বারে দ্বারে,চিৎকার করে কাঁদে,
তবু তো পায়না কোনো চিকিৎসা,
অকালে ঝড়ে পড়ে সে প্রাণ পথের ধারে।
ধর্ষিতার চোখের জলে আমি লিখি কাব্য,
আমার কলমে জ্বলে প্রতিবাদের আগুন।
আমার কবিতায় কাঁপন ধরাতে চাই
যারা অসহায় নারী কে করে পণ্য।
আমি কবি হবো তাহাদের লাগি
যারা স্বাধীনতা ছিনিয়া আনিল দেশের তরে।
আমি হতে চাই কবি শুধু সাম্যের জন্য ।
স্বাধীনতা রক্ষার তরে যারা দিলো রক্ত,
তাদের রক্তে রচিতে চাই দেশপ্রেমের কাব্য।
যারা দেশ কে হিন্দু মুসলিমুসলিমে করে ভাগ,
আমার কলমে গর্জে ওঠে তাদের সর্বনাশ।
আমি কবি হবো অসহায় কৃষকের ,
আমি কবি প্রেমিক, কবি আমি প্রেমের ,
আমি রচিতে চাই প্রেমিকার কবিতা,
আমার কাব্যের লেখনীর প্রেমের ধারায়।
আমি কবি সন্তানের তরে, পত্নীর লাগি।
আমি কবি হবো বন্ধুর প্রেমের হৃদয়ে
বন্ধুর প্রেমরসে সিক্ত কলমে লিখে যাবো কাব্য।
আমি হবো সবার কবি হবো সকলের তরে।

Exit mobile version