Site icon আলাপী মন

কবিতা- না পাওয়া কিছু

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

না পাওয়া কিছু
-শৌভিক মন্ডল

 

 

আমাকে তুমি যদি ভালবাসতে,
বুকে তোমার পদ্ম ফুল ফুটত।
অজানা সৌরভ সেতু-বন্ধন করত আমার মনে।

তুমি যদি আমায় ভালবাসতে,
না-দেখা ভোরে ,শিউলি ফুল ঝরে পড়া শব্দের শিহরণে….
আমার ঘুম ভেঙে যেত ,আকুল চোখ তৃষ্ণার্ত হত একটিবার তোমায় দেখব বলে।

তুমি যখন আমায় ভালবাসবে, বেপরোয়া কইমন হয়ে ,

তুমি তোমার নখে রক্তাক্ত করবে আমার শরীর,

– যার বিন্দুরক্তে তোমার সোহাগ শুধু মাখা থাকবে।

তোমার জ্বলন্ত ঊরুর মাঝে, মহাকাব্য লেখার কলমে, এতটুকুও ক্লান্তি লেগে থাকবে না।
যদি তুমি আমায় ভালবাসতে।

আক্ষেপের জ্বলন্ত শিওরে, নিজেকে দাঁড় করিয়ে ,এই চিঠি আমি আজ উড়িয়ে দিলাম !
যদি কোনদিন হাতে পৌঁছায় একবার শুধু ভেবো…..
আমি তোমার স্বামী নই প্রেমিকও!

Exit mobile version