।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।
স্নেহময়ী মা
-অনিমা দাস
মা বলতেই প্রথম ছোঁয়া আলতো হাতে
ভালোবাসায়।
যত্ন করে আগলে রাখা বুকের মাঝে
স্নেহ মায়ায়।
মা বলতেই দিবা রাত্রি কাজের মাঝে
হারিয়ে যাওয়া ।
সারা দিনের পরিশ্রমে নিজের খুশি
খুঁজে পাওয়া ।
মা বলতেই শীতল পরশ ভালোবাসা
আদর মাখা।
শত কষ্টের মাঝেও হাসি মুখে সব কিছু কে
মানিয়ে নেওয়া ।
মা বলতেই আদর আবদার খুনসুটি আর
চাওয়া পাওয়া ।
যথাসাধ্য ভালো রাখার চেষ্টা চলে মনে মনে
যায়না বোঝা ।
মা বলতেই প্রথম শেখা মায়ের কাছে
প্রথম বুলি ।
মায়ের হাতে হাতটি ধরে এক পা দু পা
এগিয়ে চলি।
মা বলতেই দুঃখ হলেও ভালো থাকার
কঠিন প্রয়াস ।
এভাবেই তো চালিয়ে যাওয়া যতক্ষণ
থাকবে নিঃশ্বাস ।
মা বলতেই তেল কালি আর মলিন শাড়ী
ঠোঁটের কোণে একটু হাসি ।
হাজার কষ্টের মাঝেও তাকে থাকতে হয় যে
একটু খুশি ।
মা বলতেই শান্তির সেই আচল খানি নিরাপদে
বেঁচে থাকা ।
সারা জীবন সহজ ভাবে জীবন যুদ্ধে এগিয়ে
চলা ।