Site icon আলাপী মন

কবিতা- মাঙ্গলিক

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

মাঙ্গলিক
-কাজল দাস

 

 

নতুন কোনো কাব্যের অধিকারে
রঙ ছুঁয়ে যাক আমাদের অন্তরে
আকাশ পেরিয়ে সন্ধ্যে ফিরুক ঘরে
রঙ ছুঁয়ে যাক আমাদের অন্তরে

রাঙিয়ে তোলো শহরের ধূসরতা
জীবন ফিরুক ঘাস ফড়িং এর রঙে
উচ্ছলতায় মেতে থাক সভ্যতা
আগামী আসছে চেয়ে দেখ সঙ্গোপনে
আলোর চিঠি রঙিন স্বপ্ন ভোরে
রঙ ছুঁয়ে যাক আমাদের অন্তরে

আগমনী সুর সময়ের রঙ মেখে
আবার আমরা গাইব সব্বাই
মুখোশের ঋণ অনায়াসে ভুলে থেকে
জীবনের রঙে আবার ফিরতে চাই
আবার কোনো একতার মন্তরে
রঙ ছুঁয়ে যাক আমাদের অন্তরে।

Exit mobile version