Site icon আলাপী মন

কবিতা- রঙ

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

রঙ
-সোহিনী সামন্ত

 

 

অন্তর্নিহিত মন থেকে প্রেম কি কখন বাষ্পায়িত হয়!
নাম না জানা রঙ লেপ্টে থাকে মনের দুর্গম কোণে,
কত বহুরূপী রঙ খেলা করে চলে নির্ভেজাল অবয়বে…
নতজানু হয়ে স্বীকার করি, রঙ যে হৃদয়ের একমাত্র প্রেম,
তুলির টানে কত রূপ পায় হরেক বাহারি সৌন্দর্য,
মনের রাস্তা এঁকেবেঁকে চলে যায় রঙের উজ্জ্বল দুনিয়ায়…
যেখানে প্রেম আছে, যেখানে সুখ পাখি উড়ে চলে নতুন দিগন্তে…
আহামরি যে কিছু চাই না, তবে রঙিন হতে চাই রঙের খেলায়…
প্রাণ থাকতে, মন থাকতে, উজ্জ্বলতার খোঁজে ছুটে বেড়াই…
এ বেড়ান বৃথা না, এর সুগন্ধি লেগে থাকে মন আধারে…
রঙের প্রাণ আছে, রঙের সুগন্ধি আছে এক নিশুতি মনের মননে…
তাই কলম ধরেছি, নানা রঙের গোধূলি লগ্নে মিলে যাব বলে…
তোমরা কি দেখতে পাও, সুদূর জীবনে হাসি কান্নার খেলা…
তাতেও যে রঙ আছে, তাই তো চাই সবাই মিলে রঙিন হয়ে উঠি।

Exit mobile version