কবিতা- একটি মেয়ের গল্প

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

 

একটি মেয়ের গল্প
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

শ্যামল ঘেরা গ্রামের মাঝে ছোট্ট মাটির ঘরে,
একটি মেয়ের বেড়ে ওঠা সোহাগে – আদরে।
তন্বী মেয়ের হাসির পরশ থাকতো লেগে মুখে,
এমন করেই কাটছিল দিন, আনন্দে ও সুখে।

মনেতে বসন্ত এলো,ফুটলো হাজার ফুল,
ভ্রমর এলো গুনগুনিয়ে প্রেমেতে মশগুল।
রূদ্র তোমার ও রূপ দেখে তন্বী পাগলপারা,
তোমার নিবিড় চাউনি তাকে করলো দিশেহারা।

এখন মেয়ের চোখের কোণে শ্রাবণ লেগে থাকে,
মেঘের গায়ে উদাস হাতে জলছবি সে আঁকে।
রাতজাগা তার দুটি আঁখির কাজল যায় ধুয়ে,
একদিন তো ঘুমোতে যেত স্বপ্ন ভরে নিয়ে।

স্বপ্ন গুলো ধূসর মরু, ফুল ফোটে না বাগে,
তন্বী মেয়ে আর কাঁদে না গভীর অনুরাগে।
তোমার ও বুক আকাশ হয়ে দেয় না যে আর ঠাঁই,
মন ভাঙার শব্দে কেবল চমকে ওঠে তাই।

এখন মেয়ে হাতড়ে মরে ছোট্ট মাটির ঘর,
যেখানেতে সবাই আপন, কেউ ছিল না পর।
যেখানেতে ছিল না তো নিন্দে – অপমান,
জানতো না সে জীবন মানে কান্না- প্রহসন।

মেয়ের চোখে এখনো ভাসে আবছা এক ছায়া,
আসবে তুমি আবার নিয়ে অনুরাগের ছোঁয়া।
ভালোবাসা বাঁধবে যে ঘর মন্দবাসা ছেড়ে,
সেই মেয়েটি ভালোবেসে বাঁচবে নতুন করে।

Loading

Leave A Comment