কবিতা,  স্মৃতি সাহিত্য পুরস্কার

কবিতা- তুমি আর আমি

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

 

তুমি আর আমি
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

আমি তোমাকে পাত্তা দিচ্ছি,
অথচ তুমি পাত্তা পেতে চাইছো অন্য কারো।
কিন্তু সে তোমাকে চিনছেইনা।

তুমি হয়তো খুঁজে বেড়াচ্ছো তাকে,
আমি হয়তো তখন তোমারই অপেক্ষায়।

আমি প্রেমের চাদরে ঢাকতে চাইছি তোমাকে,
তুমি হয়তো তখন ব্যস্ত অন্য কোনো প্রেমে।

আমি বন্ধুত্বের হাত বাড়াচ্ছি তোমার দিকে,
তুমি তখন হাত পাতছো তার কাছে।
আমি তখন অপেক্ষায় তোমারই দরজায়।
আমি তাকিয়ে আছি তোমার দিকে।
তুমি আমায় দেখেও দেখছোনা।

এমন করে কত ভালোবাসা,অপেক্ষার দিন কেটে যাচ্ছে।
তুমি যেন একবগ্গা জেদী ঘোড়া।
যত টেনে ধরছি সে মুখ আমার দিকে –
তত যেন তার জেদ বাড়ছে।
আমি যেন শুনতে পাচ্ছি,
ঘোড়ার ক্ষুরের শব্দ মিলিয়ে যাচ্ছে
দূরে, বহুদূরে।

কিন্তু দূর থেকেও ভালোবাসতে
আমার ভালো লাগে।
অনন্ত অপেক্ষায় থাকতে
আমার ভালো লাগে।
যেমন ভালো লাগে
অমলতাসের হলুদ ফুলের
গুচ্ছে প্রজাপতির খেলা দেখতে।
পাখীর কিচিরমিচির, খোলা আকাশে
ডানা মেলে উড়ে যাওয়া দেখতে।
হয়তো কিছুই পাবোনা জেনেও,
আমি শুধু তোমায় ভালোবাসবো,
তোমার জন্য অপেক্ষায় থাকবো।
যেনো এমন ভালোবাসাও কিন্তু সহজ নয়।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page