Site icon আলাপী মন

কবিতা- রম্য কল্পনা

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

রম্য কল্পনা
-তমাল হাইত

 

 

একটা সকাল আলসেমি মাখা,
হঠাত ই মনে পড়ে তাকে, চেয়েছি বারেবারে যাকে।

চকিতে মেসেজ, “আছো নাকি একলা ঘরে”!
ফিরিয়ে দিল উত্তর নিমেষে,
আমায় অবাক করে!

“আছি একলা বসে নিরালায়, তোমার কি খবর ?
হঠাত ডাকলে যে বড়, হতে চাও নাকি যাযাবর!”

ওই একটি কথায়, আশকারা পায় আমার চঞ্চল মন,
নিমেষে উধাও আলসেমি যত, ভেঙে ফেলতে উদ্যত সব বারণ।

কল্পরাজ্যে হারাই দুজনে আদুরে স্পর্শে নব জাগরণ!
কামনার ভাষা দুই চোখ বোঝে,
কারণ খোঁজা মানা অকারণ।

লেহিত চরণ সংযম ভাঙে, কামনার শীৎকার,
দলিত মথিত দেহপল্লব,
একে অন্যের শিকার।

তীব্র আবেশে সঙ্গম সুখে, সমুদ্র হোক তোলপাড়,
কামনার নারী দিতে অমৃত বারি, এসো ফিরে বারবার।

Exit mobile version