Site icon আলাপী মন

কবিতা- অস্থায়ী ছুটি বারো মাস

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

অস্থায়ী ছুটি বারো মাস
-কাজল দাস

 

 

আমাদের স্কুলে প্রজাপতি আসে না যে আর,
শুকিয়েছে ফুল গাছ আসেনা হেড মাস্টার।
ঘরে বসে অনলাইন শাস্তি ভীষণ রকম,
আমাদের শৈশব নিচ্ছে কিনে মুঠোফোন!
ভালো লাগছে না,
যেন সব অচেনা,
মিছে এই সান্ত্বনা,
বন্ধু নেই-
যেতে দাও স্কুলে,
ছুটে যাই মন খুলে,
মেঘেদের পাল তুলে,
আকাশেই-
লাগছে না ছুটি ভালো আর।

আকাশের নীলে মেঘেদের শুনি হাহাকার,
অনেক হয়েছে, ছুটিদের নেই দরকার।
পড়ে আছে ক্লাসরুম ধ্বংস স্তূপের মতন,,
সময়ের পেন্সিল সিলেবাসে বন্দি এখন।
ভালো লাগছে না,
বসে বসে দিন গোনা,
মোবাইলে পড়াশোনা,
ইচ্ছে নেই-
বন্ধন ছিঁড়ে,
ইউনিফর্ম পরে,
গল্পের আসরে,
ফিরতে চাই-
লাগছে না ছুটি ভালো আর।

Loading

Exit mobile version