Site icon আলাপী মন

কবিতা- অহংবোধ

অহংবোধ
– সুমিতা পয়ড়্যা

 

 

আজ আমি আমিত্বের ঘরে প্রবেশ করলাম-
আজ ঘুম থেকে উঠে নিজের মুখটা ভালো করে দেখলাম আয়নায়।
দেখলাম অন্তরের আমিটাকে, এতদিন বাহিরের আমিটাকে নিয়ে ব্যস্ত ছিলাম।
আমার আমিত্বকে বিসর্জন দিয়েছিলাম শুধু একজন মানুষের জন্য
খালি ওই মানুষটার কথা ভাবতে ভাবতেই কেটে গেছে দিন রাত;
আজ ওই মানুষটার জন্যই আমার আমিটাকে খুঁজে পেলাম। প্রতিমুহূর্তের অপেক্ষা- প্রতীক্ষার অবসান হয়েছে।
আজ নিজেকে নিজের মতো করে দেখলাম।
স্বামীজীর কথাটা আজ সত্যি হলো— উনি বলেছিলেন,

“অন্তত দিনে একবার সেই মানুষটার সাথে কথা বলো, যাকে তুমি সবচেয়ে ভালোবাসো। “
অথচ তার সঙ্গে কথা বলাই হয়নি।
কত কাল কত যুগ পেরিয়ে গেল,
আমি আমার আমিটাকে ভুলেই ছিলাম;

অনেক অনেক দিন পর সেই আমিটা ধরা দিয়েছে।
প্রত্যেক মানুষ তো তার নিজস্ব আমিটাকেই বেশি ভালোবাসে;
আর আমি শর্তের আবর্তে আমার
আমি-টাকে বলি দিয়েছিলাম, দেখছিলাম মানুষ কত নিচে নামতে পারে!
ভালোবাসতে গেলে বোধ হয় নিচেই নামতে হয়!
শুধু ছলনার আশ্রয়; সত্যরা ঘুমায়!
ভালোবাসতে গেলে বোধহয় শর্তের ঘেরাটোপে আবদ্ধ হতে হয়!
ভালোবাসতে গেলে অন্ধ থাকতে হয়!

তবুও বিশ্বাস হাওয়ায় মিলায়।
এরচেয়ে ঢের ভাল আমার আমিত্বের অহংকারের একলা একা পথ চলা।
অন্তর-বাহির জুড়ে শুধুই আমি, আমি আর আমি।

Exit mobile version