Site icon আলাপী মন

কবিতা- স্রষ্টা হয়ে ওঠা

স্রষ্টা হয়ে ওঠা
–সুমিত মোদক

 

 

হাত-পা ছড়িয়ে থাকা শুকনো গাছটাও
আজ স্নান করছে বর্ষার জলে;
যেন ইচ্ছে তার পুনর্জন্ম …

ঝমঝম বৃষ্টিতে আমাদের ফেলে আসা দিন,
আমাদের বিবেক-বোধ-মনুষ্যত্ব
আজ স্রষ্টার সৃষ্টি হয়ে ঝরে পড়ুক;

আমরা কেবল তাকিয়ে আছি দূরে, বহু দূরে..

বহুদিন পর আজ সুমনের সঙ্গে দেখা;
অনেক কথা হল, অনেক কথা,
ফেলে আসা দিনের কথা, এ সময়ের কথা;
সুমন এখন নাকি ভালো নেই !
আসলে আমরা নাকি কেউ এখন ভালো নেই!
ভালো থাকার অংকটা যে বড় গোলমেলে;

তবু, যখন দেখি উঠানের ওপারের গাছটায় পাখির নীড়ে যেভাবে পাখি আশ্রয় নেয়,
যেভাবে দুটো ডানা মেলে রক্ষা করে যায়
তার ছোট ছোট ছানাদের বৃষ্টি থেকে,
তখন মনে একটা আনন্দের স্রোত খেলা করে;

ভাবি, সুমনও পারতো তার দুটো ডানা মেলে
বৃষ্টি থেকে, ঝড় থেকে রক্ষা করতে
তার সংসার, তার পরিমণ্ডল;
আমরাও তো পারি আমাদের দুটো ডানা মেলে উড়তে!
আমাদের দুটো ডানা মেলে রক্ষা করতে
বৃষ্টি থেকে, ঝড় থেকে আমাদের সন্তান সন্ততিদের;
আমাদের চরাচর ভূমি, আমাদের অতীত-বর্তমান-ভবিষ্যৎ ,
সবকিছু আগলে রাখতে পারি ডানার ভিতরে;

এখন দুটো ডানা চাই সকলের;
সুন্দর দুটো ডানা;
যেটা জন্ম নেয় ভিতর থেকে;
যে ডানার উৎসভূমি হৃদয়-ভালোবাসা-প্রেম …আর,

বেঁচে থাকার অফুরন্ত রসদ নতুন নতুন সৃষ্টি;
প্রতিনিয়ত স্রষ্টা হয়ে ওঠা অন্তত নিজেরই কাছে।

Exit mobile version