অণু কবিতা- অসমাপ্ত রূপকথা

অসমাপ্ত রূপকথা
-সমীর হালদার

 

 

কোন কোন গল্প
অসমাপ্ত-ই থেকে যায়।
ছুঁয়ে থাকে শাপমুক্তির স্বপ্ন….
কান্না ভেজা রাতের চাদরে মুখ ঢাকে
চিরকালীন চিরন্তন কিছু ক্ষত।
যন্ত্রণা মুক্তির আকুতি মিনতি নিয়ে।
ঝিঙে ফুলের হলুদ গন্ধে
ভারি হয়ে ওঠে ভোরের বাতাস।
ঠিক তখনই জন্ম নেয়
অসমাপ্ত কিছু রূপকথা।

Loading

Leave A Comment