কবিতা- ফিরে এসো মধুছন্দা

ফিরে এসো মধুছন্দা
-সুনির্মল বসু

 

 

এক দিন মধুছন্দা আমি তোমার জন্য উড়িয়ে দিয়েছিলাম ভালোবাসার উড়ান,
তোমার জন্য আমি কি ভালবাসার রঙ মশাল জ্বালাই নি,
গড়িয়াহাট মোড়ে অবিরল বৃষ্টি ধারায় তুমি আমি কি একসঙ্গে ভিজি নি,
রাত্রি সাক্ষী বিকেল সাক্ষী নদী সাক্ষী
সাক্ষী এই পায়ে চলা পথ,
হাইওয়ে শহরের নিয়ন আলো পার্কস্ট্রিট মোড়
রাতের মায়াময় চাঁদ এবং তারারা সেসব কথা জানে, ভোরের স্নিগ্ধ বাতাস সে কথা মনে রেখেছে,
তবু তুমি কি করে শূন্যহাতে আমায় ফিরিয়ে দিলে,
আমি কী কেউ নই,
এখন দীঘল নদীর পাড় ধরে তুমি অন্য যুবকের সঙ্গে হেঁটে যাচ্ছো,

আমার দিকে একবার ফিরেও চাইছো না, আমি কি তোমার এতই অচেনা,
আশ্চর্য তোমার এই জল টুকু ছুঁয়ে ছুঁয়ে চলা,
বাতাসে উড়ছে তোমার সোনালী শাড়ির আঁচল,
ঢেউ ঢেউ নদীর পাড় ধরে ঢেউ ঢেউ কেশরাশি উড়িয়ে তুমি চলে যাচ্ছো,
মধুছন্দা, বাতাসে ভাসছে তোমার প্রতিশ্রুতিময় কথামালা,
কফি খানা সবুজ অরণ্য মিলেনিয়াম পার্ক হাইওয়ে
ভার্সিটির রাস্তায় তোমার যে কথাগুলো পথে পড়ে আছে,
মধুছন্দা, একবার ফিরে তাকাও,
এখনো সময় আছে, এখনো মাটিতে অন্ধকার নামেনি,
মধুছন্দা, আমার হাত ধরো,
সকালবেলার সূর্য উঠলে, প্রথম সূর্যমুখী ফুল আমি তোমার জন্যই তুলে আনবো,
প্লীজ্ মধুছন্দা, আমার দিব্যি, তুমি ফিরে এসো।

Loading

Leave A Comment