অণু গল্প

অণু গল্প- শিক্ষক

শিক্ষক
-সুমিতা দাশগুপ্ত

-মা জানো, কাল তো শিক্ষক দিবস। আমাদের ম্যামদের জন্য কী চমৎকার সব গিফট কেনা হয়েছে, উঁচু ক্লাসের দিদিরা সব গিফট সুন্দর করে প্যাক‌ও করে ফেলেছে।কাল দেওয়া হবে। সব রেডি।
-আমার গিফট‌ও রেডি।
-তোমার গিফট? কার জন্য মা? তোমার ম্যামের? কোথায় থাকেন তিনি? কোথায় খুঁজে পেলে তাঁকে?
-এইখানেই, শুধু চোখ মেলে দেখি নি এতোদিন।
-কে মা?
-কমলামাসি। এই যে এতো রেলিশ করে কাঁকড়ার ঝাল আর তালক্ষীর খাও, সব‌ তো ওঁর কাছেই শেখা। আগে এইধরনের রান্না কোনও দিন বানানো দূরে থাক চেখেও দেখি নি।
-ও, কিন্তু তাই বলে উনি তোমার টিচার!
-অবশ্য‌ই। হাতে ধরে স্টেপ বাই স্টেপ তো উনিই আমাকে শিখিয়েছেন।
মনে রেখো, জীবনে যখন‌ই কারো কাছে কিছু শিখবে, তিনিই তোমার শিক্ষক, তাঁর সামাজিক অবস্থান যেমন‌ই হোক না কেন, তিনি তোমার গুরু।

Loading

One Comment

  • Shyamal sengupta

    Chokhe angul die dekhalo jiboner kaacher shikhkok der chinte paari na.khub shundor chinta dhara.Anu golpo kintu birat anubhuti.

Leave A Comment

You cannot copy content of this page