অণু কবিতা- নক্ষত্রের চোখ

নক্ষত্রের চোখ
-পায়েল সাহু

 

 

ভুলে যাওয়ার অখন্ড অবসরে,
জোর করে বিস্মৃত হওয়ার চেষ্টার ধ্বংসাবশেষ ফুঁড়ে
উঁকি দেয় মৃতবৎসা এক নক্ষত্রের চোখ।
ভালোবাসার নীরব অধিকারের প্রশ্নের উত্তরে
চেয়ে থাকে শুধু আকুল হয়ে।
চির বিচ্ছেদের অন্ধকারে হারিয়েও,
মনের একফালি কুঠুরির দমকা বাতাসে
ভেসে ভেসে আসে তার আগুনে অস্তিত্বের সুগন্ধ।

Loading

Leave A Comment